*সুপ্ত অতীত হৃদয় গহিনে,
এসো মিলি শেকরের সন্ধানে*
এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে প্রাণের বিদ্যাপীঠ, অত্র এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান *দড়িভাউডাংগা উচ্চ বিদ্যালয়* এর গ্র্যান্ড রি-ইউনিয়ন ২০২৪শে অংশগ্রহণের উদ্দেশ্যে যে সকল অগ্রজ, অনুজ ও সহপাঠী বন্ধুরা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন সবাইকে ব্যক্তিগত ও আয়োজকদের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। স্মরণকালের সেরা ও ঐতিহাসিক এই মিলনমেলা সফলভাবে বাস্তবায়ন করতে আয়োজক বৃন্দ সর্বদা প্রস্তুত এবং প্রতিজ্ঞাবদ্ধ। বৃহৎ এই কর্মযজ্ঞকে সফলভাবে সাফল্যমন্ডিত করার উদ্দেশ্যে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও গঠনমূলক পরামর্শ বিনীতভাবে প্রত্যাশা করছি। আল্লাহ আমাদের সহায় হউন।