Dari Vaodanga High School Alumni Association, Pabna

*সুপ্ত অতীত হৃদয় গহিনে,
এসো মিলি শেকরের সন্ধানে*
এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে প্রাণের বিদ্যাপীঠ, অত্র এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান *দড়িভাউডাংগা উচ্চ বিদ্যালয়* এর গ্র্যান্ড রি-ইউনিয়ন ২০২৪শে অংশগ্রহণের উদ্দেশ্যে যে সকল অগ্রজ, অনুজ ও সহপাঠী বন্ধুরা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন সবাইকে ব্যক্তিগত ও আয়োজকদের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। স্মরণকালের সেরা ও ঐতিহাসিক এই মিলনমেলা সফলভাবে বাস্তবায়ন করতে আয়োজক বৃন্দ সর্বদা প্রস্তুত এবং প্রতিজ্ঞাবদ্ধ। বৃহৎ এই কর্মযজ্ঞকে সফলভাবে সাফল্যমন্ডিত করার উদ্দেশ্যে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও গঠনমূলক পরামর্শ বিনীতভাবে প্রত্যাশা করছি। আল্লাহ আমাদের সহায় হউন।

প্রিয় প্রাক্তন
যারা আমাদের আহবানে সাড়া দিয়ে গ্রান্ড রিইউনিয়ন ২০২৪ এর রেজিষ্ট্রেশন করেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচছা এবং অভিনন্দন। আপনাদেরকে প্রতিশ্রুতি দেওয়া সকল কথাকে সত্য করার দায়িত্ব এখন আমাদের একান্ত নৈতিক দায়িত্ব। ইনশাআল্লাহ আপনাদের সার্বিক সমর্থন পেলে আমরা সুন্দর একটা আয়োজন উপহার দিতে পারবো।আজকে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শেষ হতে চলছে।প্রায় ৭০০জন প্রাক্তনদের নিয়ে স্মরণ কালের সেরা অনুষ্ঠানের আয়োজনের পথে আরও এক ধাপ এগিয়ে গেলাম।আলহামদুলিল্লাহ। সবার সার্বিক সমর্থন এবং সহযোগিতায় আমরা সফল হবো।ইনশাআল্লাহ।
সকল প্রাক্তনকে আবারও শুভেচছা জানাই DHSP Alumni Association এর পক্ষ থেকে।
Dary Bhaudanga High School Alumni Association

Copyright © 2023 Dari Vaodanga High School Alumni Association, Pabna